Sunday, May 15, 2011

ক্রাইসিস ২ বিবৃতি এবং ফ্রি ডাউনলোড

ক্রাইসিস, ফার ক্রাই, ওয়ারহেড-এর মতো গেমগুলোর পর গেম ডেভেলপার ক্রাইটেক নতুন করে তৈরি করেছে ক্রাইসিস গেমটির পরবর্তী সংস্করণ ক্রাইসিস ২। কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়, শুটিংয়ে নতুন পদ্ধতির প্রয়োগ আর উপস্থাপনের গুণেই এই গেমটি রোমাঞ্চ এনে দেবে গেমারকে।

বলা হচ্ছে, ২০১১ সালে এই গেমটি আসায় কল অফ ডিউটি গেমটি থেকে গেমারদের কিছুটা সরিয়ে আনতে পারবে ক্রাইসিস ২।


crysis 2 limited edition game cover 13805 ক্রাইসিস ২ বিবৃতি এবং ফ্রি ডাউনলোড | Techtunes
গেমটি খেলতে নিউ হয়র্ক শহরের দীর্ঘ যাত্রাপথে গেমারকে মুখোমুখি হতে হবে নানা বিপদের।

মুল ক্রাইসিস গেমটির সঙ্গে ক্রাইসিস ২ এর কিছুটা মিল থাকলেও গেমটির স্থান এবং দৃশ্যপট পুরোপুরি পাল্টে ফেলা হয়েছে।

এটি খেলতে গেমটির প্রধান চরিত্র অ্যালকাট্রাজ একটি বিশেষ প্রযুক্তির ন্যানোস্যুট ব্যবহার করবে। গেমটিতে শক্তিশালী বিপক্ষ তৈরি করা হয়েছে যারা প্রায় সমান ক্ষমতার অস্ত্র ব্যবহার করে।

২৫ মার্চেই মুক্তি পাওয়া এ গেমটি খেলা যাবে একক এবং যৌথভাবে।

কম্পিউটারে ভালোমানের গ্রাফিক্স এবং উচ্চশক্তির প্রসেসর থাকলে গেমটি খেলে বেশ আনন্দ পাওয়া যাবে বলেই বিভিন্ন রিভিউ সাইট জানিয়েছে।

ফরম্যাট : এক্সবক্স ৩৬০, পিএসথ্রি, উইন্ডোজ
ডেভেলপার: ক্রাইটেক
প্রকাশক : ইলেকট্রনিক আর্টস
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০১১
স্কোর : ৭/১০



সুত্রঃ http://techtunes.com.bd/category/games
টিউন করেছেন : সবুজ ছেলে

0 comments:

Post a Comment