সালাম টেকটিউন্সের সবাইকে। আছেন কেমন আপনার সবাই। ভাল থাকেলেই ভাল। আপনাদের মাঝে হাজির হলাম নতুন টিউন নিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা ছোটকালে ভিডিউগেমের দোকানে গিয়ে গেমস খেলেছি। এজন্য অনেক পিটুনি ও বকুনি খেতে হয়েছে। এখন আমরা আর গেমস্এর দোকানে যাই না কারন সেই গেম গুলো বা তার চেয়ে আরো উন্নত মানের গেম আমরা এখন আমাদের পিসিতে খেলি।
ভিডিউ গেমসের দোকানের সেই গেম গুলো নিয়ে টিউন করতে বসলাম। আসলে পুরান হলে যে গেম ভাল লাগবে না তা না। পুরোনো গেম গুলো পিসিতে ইনস্টল দিয়ে খেললে নতুনের মতই লাগে। আমি যেই গেম গুলো দিবো তা আপনার পিসিতে ইনস্টলের কোন প্রয়োজন নেই শুধু এক ক্লিক করেই খেলতে পারবেন।
মোস্তফা, স্টিট ফাইটার, ফাইনালফাইট, কেপ্টেন কমান্ডো এই গেম গুলো খেলেননি ভিডিও গেমস্ এর দোকানে এমন গেমার কমই আছে। এই গেম গুলোর সাথে আরো কয়েকটি গেম মিলিয়ে টোটাল পেকজটির নাম দেয়া হয়েছে CALLUS95। এখানে মোট ৩১ টি গেম ছিল যেগুলো আমার কাছে ভালো লাগেনি আমি কেটে দিয়েছি। মোট এখন আপনার পাবেন ২০ টি গেম।
গেমস্ সাইজ ৩৬.১৭এমবি।
গেমগুলো নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
খেলার নিয়ম
ডাউনলোড শেষে রার ফাইলটিকে Extract করে নিন ।



কালো একটি স্কিন আসলে স্পেস চাপ দিন। ।game মেনু থেকে Directories এ ক্লিক করুন।

ROM এ আপনি এড্রেস বার থেকে কপি করা লোকেশনটি পেস্ট করে দিন। এবং ওকে দিন।

আবার স্পেস চাপ দিয়ে গেমস্ থেকে লোড ক্লিক করুন।
মনে রাখবেন ডাইরেক্টরিস এ লোকেশন ঠিক মত না দিলে আপনি লোড চাপ দিলে গেম গুলো শো করবে না।

লোড এ চাপ দেয়ার পর গেম গুলো শো করলে আপনার পছন্দ অনুযায়ি গেম গুলো খেলতে পারবেন।
গেমস্স সিলেক্ট করে লোড এ ক্লিক করুন। এর পর গেম রান হবে।
F3 ক্রেডিট নিবেন এবং F1 দিয়ে কয়েন নিবেন।
Ctrl কি দিয়ে শত্রুদের আক্রমন করবেন। Alt কি দিয়ে লাপ দিবেন। আর সামনে এবং পেছনে যাওয়ার জন্য এরো কি গুলো ব্যবহার করবেন।

গেম স্ক্রিন সাইজ ঠিক করে নিবেন।
সুত্রঃ http://techtunes.com.bd
টিউন করেছেন : হেরার আলো
0 comments:
Post a Comment